অবতক খবর ,সংবাদদাতা ,পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এদিন জেলা পুলিশের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম জেলার ৬০এর উদ্ধে প্রবীন নাগরীকদের জন্য সন্মান নামক এক প্রকল্পের সূচনা করেন ।সেই প্রকল্পের একটি কার্ড এদিন সূচনা করেন বর্ধমানের পুলিশ লাইনে থেকে আই জি বর্ধমান রেজ্ঞ , বি এল মিনা । এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী ,অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরা উপস্থিত ছিলেন ।
এই কার্ড জেলায় মোট ৫০জন প্রবীন নাগরিকদের দেওয়া হবে বলে জানান এদিন পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী ।যেসব প্রবিন নাগরীক একা থাকেন এইরকম প্রবিন নাগরিকদের জেলা থেকে চিহ্নিত করে তাদেরকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডে প্রবীন নাগরিকদের নাম ঠিকানা এবং জেলা পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকের ফোন নম্বর দেওয়া থাকবে ।
এদিন পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী জানান যেসমস্ত প্রবীন নাগরিকরা আছেন জেলায় , তাদের বিভিন্ন সময় নানা সমস্যা মধ্যে মধ্যে পরতে হয় যেমন চিকিৎসা পরিষেবা ,বাড়ির সামনে মদ্যপ ব্যাক্তিদের উৎপাত ,এবং বাড়িছেড়ে দেওয়ার জন্য প্রমোটারদের হুমকি এই সমস্ত বিষয়ে তৎক্ষনাৎ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সুরক্ষা দেওয়া হবে এবং আইনগত যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে ।এদিন তিনি আরও বলেন এই প্রকল্পটি মোবাইল এপ্যস মাধ্যমেও করা যেতো এটা করা হয়নি কারন অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন তারা এই এপ্যস ব্যাবহার করতে পারেন না বা জানেন না ।তাদের কথা ভেবেই সকল প্রবিন নাগরিকদের জন্য এই রকম প্রকল্প চালু হলো ।পাশাপাশি পুলিশ দিবসের অনুষ্টান মঞ্চ থেকে ফিরিয়ে দেওয়া হল চুরি যাওয়া ৩০টি মোটর বাইক। মঙ্গলবার বর্ধমান জেলা পুলিশ লাইনে এই অনুষ্টানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়। এদিন মোট ৩০টি মোটর বাইক ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার বলেন, মোট ১১০টি বাইক উদ্ধার হয়েছে, আইনি সমস্যা মিটিয়ে তাদের ফেরত দেওয়া হবে। অন্য জেলারও কিছু বাইক উদ্ধার হয়েছে। বাইক চুরির ঘটনায় ৪টি গ্যাঙকে ধরা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার হয়েছে বাইক চুরির ঘটনায়। আজ ২৯ জন চুরি যাওয়া বাইক হাতে ফিরে পায়। জেলার ভাতার থানার ৯টি,
গলসী ৮ টি, মঙ্গলকোট ১টি,
বর্ধমান ৩টি, মেমারির ৯টি বাইক উদ্ধার হয়েছে।