অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলা INTTUC এর উদ্যোগে ২০২ দিন বাবদ অসহায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ ও রান্না করে বসিয়ে খাওয়া দাওয়া।

 

আয়োজনের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ ওরফে (পাপ্পু দা)। ২০২ দিনের অন্তিম পর্যায়েএদিন বর্ধমান রেলওয়ে স্টেশনের ব্রিজের নিচে ছোট্ট একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। উলেখ্য :- গোটা দেশজুড়ে তথা ভারতবর্ষেও চলেছে লক ডাউন।

 

এর ফলে শ্রমজীবী মানুষেরা কাজ হারিয়ে বসে ছিলেন ঘরে,সেই সময় তারা ঘরের বাইরে বের হতে পারছিলেন না। এর ফলে খাদ্যের টান পড়েছিল অধিকাংশ বাড়িতে,এবং দুঃস্থ অসহায়দের কথা চিন্তা করে INTTUC এর পক্ষ থেকে রীতিমতো দুঃস্থ অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ বসে খাবারের ব্যবস্থা করেন ইফতিকার আহমেদ। এদিন উপস্থিত ছিলেন INTTUC এর জেলা সভাপতি ইফতিকার আহমেদ,বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিন্টু সাহা,জননেতা খোকন দাস প্রমুখ।

 

এদিন জেলা সংগঠনের সভাপতি ইফতিকার আহমেদ বলেন, অতিমারি করোনা ভাইরাসের জেরে লকডাউনে ভিন জেলা থেকে আটকে পড়া মানুষ ও স্টেশন চত্বরে থাকা অসহায় দুঃস্থ মানুষের জন্য INTTUC র পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় যে যতদিন না রেল পরিষেবা চালু হচ্ছে ততদিন পর্যন্ত সেইসব অসহায়দের দুপুরে আহার দেবে INTTUC র নেতৃত্ব ও কর্মীরা।

 

কার্যতঃ দুইদিন আগে ইতিমধ্যে রেল পরিষেবা চালু হয়েছে, আপাতত আজ পর্যন্ত ২০২ দিন আহারে ব্যবস্থা করে শেষদিনে সাদা ভাত,আলু পোস্ত,মুরগির মাংস, সর্ষে রুই ও রসগোল্লা খাইয়ে সমাপ্ত করা হয়।