অবতক খবর, সৌম্য , পূর্ব মেদিনীপুর :- যারা দিন রাত খেটে খুটে ১০০ দিনের কাজ করেছে তাদের মধ্যে অনেকেই পাচ্ছে না টাকা।
১০০ দিনের কাছে ফের দুর্নীতির অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। কাঠগোড়ায় সুপারভাইজার।
যেখানে ১০০ দিনের কাজের টাকা একাউন্টে পাওয়ার কথা , সেই টাকা শ্রমিকদের হাতে দেওয়া হচ্ছে যা নিয়ে উঠছে প্রশ্ন।
পটাশপুর ২ নম্বর ব্লকের ঝুরিয়া গ্রামবাসিদের অভিযোগ সুপারভাইজারের কাছে টাকা চাইতে গেলে টাকা দেওয়া হবে না বলা হয়।
এছাড়া আরো অভিযোগ যাদের বাড়ির একশো দিনের কাজে পুকুরের খনন হচ্ছে তাদের বাড়ির একজন ছাড়া অন্য কেউ কাজ করছে না ,অথচ এক্সট্রা করে তিনটে লেবার বসানো হচ্ছে প্রত্যেকদিন।
যদিও লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন পটাশপুর ২ নম্বর ব্লকের বিডিও শুঙ্কু বিশ্বাস।