আবতক খবর , সৌম্যজিৎ চট্টোপাধ্যায় :- চোরাকারবারিদের পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে এখন রূপনারায়ণ নদীপথ.রূপনারায়ণ, হলদি নদীতে বিগত কয়েকদিন এ বারবার ধরা পড়ছে চোরাচালানকারীদের নৌকা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর এর মহিষাদল এর মায়াচরে ধরা পড়লো চারটি মুসুর ডাল ভর্তি ট্রলার। স্থানীয় বাসিন্দারা আটক করে ট্রলার গুলি কে.পুলিশ এর হাতে তুলে দেয়।
আনুমানিক 200 কুইনটাল ডাল ছিল ট্রলার গুলিতে ,এই ঘটনায় বিজেপি সরাসরি তোপ দেগেছে ,শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ করোনা মহামারী আবহে কেন্দ্রীয় সরকার এর দেওয়া রেশন ব্যাবস্থার মাধ্যমে , যে ডাল সাধারণ মানুষের কাছে পৌঁছনোর কথা সেই ডাল পাচারের চেষ্টা করছিলো শাসক দল তৃণমূল।