অবতক খবর, সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর :- এবার সরকার এর বিরুদ্ধে বিক্ষোভে নামলেন সিভিল ডিফেন্স ভলিনটিয়ার রা। পূর্ব মেদিনীপুর এর জেলাশাসক এর দপ্তর এর সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জেলার কয়েকশো সিভিল ডিফেন্স কর্মী। সুরক্ষিত ও নিশ্চিতভাবে মাসে ৩০ দিনের কাজ ও সময়মতো টাকা দিতে হবে ।
৬০বছর পর্যন্ত কাজের বেবস্থা করতে হবে, কোভিদ ১৯ যোদ্ধাদের দ্রুত কাজের বেবস্থা করতে হবে, রাজ্জ্য সরকার এর শূন্যপদ এ কাজের দাবি,স্বজনপোষন, আমফান এর মতো যেকোনো দুর্যোগের সময় প্রত্যেক সাব ডিভিশন এ উদ্ধারকারী টিম গঠন, গ্রাম পঞ্চায়েত এ টিম গঠন, দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ ও পরিবার এর একজন কে চাকরি, সচিত্র পরিচয়পত্র ও ইউনিফর্ম প্রদান সহ সরকারের কাছে মোট ১০ দফা দাবিতে তাদের এই বিক্ষোভ। এই মর্মে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে লিখিত ডেপুটেশন দেন তারা।