পেট্রোল জ্বালানি
তমাল সাহা
প্রভু! বুঝিনি তুমি এলে ঘরে
পেট্রোলের দাম যাবে এতো বেড়ে!
জানতাম যদি তুমি এতো অমায়িক
কিনতাম কি হারামজাদা বাইক।
এখন কিছুটা পেট্রোল দাও ঢেলে শরীরৈ।
দেশলাই ঠুকে দাও, যাই জ্বলে পুড়ে মরে।
পেট্রোল তুই এমন মেয়ে,
হাড়-জ্বালানি!
এতো খতরনাক? জীবনটা করলি হয়রানি!
ভেবেছিলাম তোকে পেছনে
নিয়ে বসবো, ধরবি জড়িয়ে
উত্তম-সুচিত্রা যেন দ্বৈতকন্ঠে গাইছে গান
এই পথ যদি না শেষ হয়….
আরে গান থামাও
দ্রুত চালাও, পেট্রোল যে শেষ হয়!
গাইতো দিলো না পুরোটা গান
মানুষের উপর এতো অমানুষিক চাপ!
প্রভু, পেট্রোলে পুড়ে যেন তোমার মৃত্যু হয়
দিলাম তোমায় অভিশাপ!