অবতক খবর , নদীয়া : “স্কুল গণ্ডি পেরিয়ে কলেজের আঙ্গিনায় পৌঁছালে একসময় ছাত্র রাজনীতিতে উদ্ভূত হতো ছাত্র সমাজ। রাজনৈতিক হিংসা হানাহানি দলগত সিদ্ধান্তের বদলে ব্যক্তি স্বার্থ কায়েম সহ বিভিন্ন বিষয়ে হতাশার কারণেই হয়তো সামাজিক দায়বদ্ধতা থেকে যুব সমাজ রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে সামাজিক কর্মকাণ্ডে ইচ্ছা প্রকাশ করছে বর্তমান যুবসমাজ”.. এমনটাই মনে করেন সাহিত্য পরিষদের সুশান্ত মঠ। তাই বহু পুরনো সাহিত্য পরিষদের লাইব্রেরী প্রাঙ্গণের এক প্রান্তে ১৫ টি গাছ পুঁতে শুভ সূচনা হলো “শান্তিপুর স্বপ্ন” র।
মুখ্য উপদেষ্টার মধ্যে ডঃ সোমনাথ কর জানান “শান্তিপুরে বহু সংগঠন আলাদা বিষয় নিয়ে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছে, শিক্ষা নিয়ে বিশেষত পেশা বা জীবিকা ভিত্তিক পড়াশোনা কলকাতায় হলেও আমাদের মতন মফস্বল এলাকায় তা পৌঁছায় না হলে চাকরি ক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে দিশাহীন চোখে পড়ে বর্তমান ছাত্র সমাজ। তাই এই বিষয়ে “শান্তিপুর স্বপ্ন ” সুলুক ভিসা দেখাবে বলেই মনে করেন তিনি।
উদ্যোক্তাদের মধ্য থেকে পার্থ প্রামানিক আশাবাদী আজকের নবগঠিত সংগঠন ছাত্র ও যুব সমাজকে নতুন দিশা দেখাবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা।