অবতক খবর,৮ আগস্ট: পৌরসভার তরফ থেকে জর্দা নদীতে আবর্জনা ফেলার নিষেধাজ্ঞা জারি করলেও আবর্জনা ফেলছেন অনেক অসাধু ব্যবসায়ী। যার জেরে জর্দা নদী বিপদের মুখে বলেই অভিমত অনেকের। বিপদের মুখে পড়েছে ময়নাগুড়ির ঐতিহ্য এমনটাই দাবি স্থানীয় মানুষদের। যদিও ময়নাগুড়ি পৌরসভার তরফ থেকে নদীতে আবর্জনা না ফেলার বোর্ড লাগানো হয়েছে।
কিন্তু তার পরেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী নদীতে ফেলছেন আবর্জনা। সেতুর পাশেই প্রস্রাব করছেন সাধারণ মানুষ। তাই পৌরসভা বোর্ড লাগিয়ে দায় সারতে চাইছেন বলেই অভিযোগ করেছেন। জর্দা নদীকে বাঁচাতে পৌরসভার নিয়মিত নজরদারি চালানোর আবেদন জানিয়েছেন বেশ কিছু সাধারণ মানুষ।