অবতক খবর,২২শে শ্রাবণ,৮ আগস্টঃ আজ রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ আমাদের গানে, আমাদের প্রাণে। রবীন্দ্রনাথ আমাদের অনুপ্রেরণা, রবীন্দ্রনাথ আমাদের সব।

অথচ আজ রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস। আমরা নীরব। কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে ১৫ নং ওয়ার্ডে শ্রীলক্ষ্মী সিনেমার বিপরীত দিকে রবীন্দ্রনাথের যে আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে,এই মূর্তি স্থাপন করেছে পৌর কর্তৃপক্ষ নিজের দায় এবং দায়িত্বে সেই আবক্ষ মূর্তিতে আজ পৌরসভার পক্ষ থেকে কোন মাল্যদান পর্ব বা রবীন্দ্রসাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কোনো ব্যবস্থা দেখা গেল না।

যদিও কিছু রবীন্দ্র অনুরাগী সংস্থা নিজস্ব উদ্যোগে সকাল ৮টার আগেই রবীন্দ্রনাথকে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন।

তবে সিপিএমের পক্ষ থেকে রবীন্দ্রনাথের ৮১তম প্রয়াণ দিবস পালিত হয়। শ্রীলক্ষ্মী সিনেমা সংলগ্ন এই প্রতিকৃতিতে মাল্য দেন সিপিএমের পক্ষে শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জী এবং তাঁর সহকর্মীরা।

উল্লেখ্য, দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো হয়নি।