অবতক খবর,৯ অক্টোবর:পৌরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের গ্রেফতারির পর রাজ্যের একাধিক পৌরসভার সঙ্গে ডায়মন্ডহারবার পৌরসভারও নাম জড়িয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে । নিয়োগ কান্ডের তদন্ত করতে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পৌরসভাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সি বি আই)এর আধিকারিকেরা । মূলত পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে ডায়মন্ড হারবার পৌরসভা ও ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মিরা হালদারের বাড়িতে অভিযান চালায় সিবিআই এর আধিকারিকেরা।
প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই এর আধিকারিকেরা। পাশাপাশি আধিকারিকদের অন্য একটি দল ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে ২০১৬ সালে অয়ন শীলের কোম্পানির হাত ধরে ডায়মন্ড হারবার পৌরসভাতে ১৬ জন নিয়োগ হয়েছিল।