অবতক খবর,৭ ফেব্রুয়ারি:  অশোকনগর কল্যাণগড় পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে এবার গৃহযুদ্ধের পরিস্থিতি! সম্মুখ সমরে বৌদি আর ননদ! সাত নম্বর ওয়ার্ড এ এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে প্রাক্তন পৌর মাতা দেবশ্রী রায়কে।  অথচ তৃণমূলের হয়ে দাঁড়াতে চেয়েছিলেন ননদ মৌসুমী রায় দে।

মৌসুমী  টিকিট পাননি তৃণমূল থেকে। তাই তিনি এবার কংগ্রেস প্রার্থী। তৃণমূল প্রার্থী না করায় রবিবার সদলবলে কংগ্রেসে যোগদান করেন তিনি। ইতিমধ্যেই ৭ নম্বর ওয়ার্ডে মৌসুমী রায়।

১৯৯৮ সাল থেকে ৭ নম্বর ওয়ার্ডে একাধিকবার জয় পেয়েছেন র তৃণমূল নেতা নান্টু রঞ্জন রায়। তিনিই ছিলেন রাজ্যের প্রথম তৃণমূল কাউন্সিলর। তাঁর মৃত্যুর পরেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এখন রায়বাড়ি দ্বিধা-বিভক্ত।  প্রাক্তন কাউন্সিলর দেবশ্রী রায়ের বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগ করছেন মৌসুমী রায়। নান্টু রঞ্জন রায়ের ছেলে সুকান্ত রায় রবিবার দিদি ও কয়েকশ সমর্থক নিয়ে কংগ্রেসে যোগদান করেন। ইতিমধ্যেই সুকান্ত রায়কে কংগ্রেস ওয়ার্ড সভাপতি পদ দিয়েছে।