নরেশ ভকত,অবতক খবর ::বাঁকুড়াঃ প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে বেঁধে রেখে লুঠপাট চালালো দুষ্কৃতিরা।এলাকায় প্রকাশ্য দিবালোকে এই চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শহরের হাটমহাতপ লেনে নিজের বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন। কাপড় ব্যবসার পাশাপাশি বাড়িতে একটি বিউটি পার্লার চালাতেন। এদিন সকালে চৈতালী দত্তের স্বামী কাজে বেরিয়ে গেলেন। পরে সাত আট জন ব্যক্তি আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে তার বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকে ঐ দুষ্কৃতিরা চৈতালী দত্তকে বেঁধে ফেলে এবং ইঞ্জেকশান দেয় বলে অভিযোগ। এই অবস্থায় বাড়িতে অবাধে লুঠপাঠ চালিয়ে চম্পট দেয়।
বাড়ির কাজের লোক এসে গৃহকর্ত্রীকে বাড়ির বারান্দায় বাঁধা থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। ঘটনার খবর পেয়ে আসে বাঁকুড়া সদর থানার পুলিশও। পুলিশ ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি অসুস্থ চৈতালী দত্তকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
চৈতালী দত্তের মামা সত্যেন দত্ত বলেন, বাঁকুড়া শহরে দিনে দুপুরে এই ধরণের ঘটনা আগে কখনো ঘটেনি। তার ভাগনীকে ইঞ্জেকশান দিয়ে অচেতন করে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিবেশী অসিত পাল বলেন, সাদা গাড়িতে করে এসেছিল দুষ্কৃতির দল। এই ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে তিনি জানান।