অবতক খবর,২২ মার্চ: দিনের পর দিন পুকুর ভরাট হচ্ছে। চলছে অবাধে আবাসন তৈরির কাজ। ফেলা হচ্ছে বালি ইট। নীরব প্রশাসন। প্রকাশ্য দিবালোকে চলছে পুকুর ঢেকে ফেলার কাজ। গোটা ঘটনা অজানা বলে প্রতিক্রিয়া কাউন্সিলরের।
পানিহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় দীর্ঘ বছরের একটি পুকুর ছিল। এই পুকুরের জল ব্যবহার করে বাড়ির বা এলাকার বিভিন্ন অনুষ্ঠানের কাজ করা হতো। আর সেই পুকুর ভরাট করতে এবার তৎপর হওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের। এই পুকুরটি ভরাট করে চলছে আবাসন তৈরির কাজ। এখনো কাজ চলছে। কিভাবে এবং তাদের অনুমতিতে দিনের পর দিন দাদাগিরি দেখিয়ে এই কাজ চলছে,উঠছে একটা প্রশ্ন। কতদিনে এলাকার মানুষেরা পুনরায় পুকুরকে উদ্ধার করতে পারে, পুনরায় জল আগের মত ব্যবহার করতে পারে। এখন এইটাই দেখবার বিষয়।
এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ভট্টাচার্যকে বারবার জানানো হলেও তিনি কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পানিহাটি পৌরসভার উপ পৌর প্রধান সুভাষ চক্রবর্তীর।