অবতক খবর,৩০ জুন: একটি গাছ। একটি প্রাণ। গাছ লাগান। প্রাণ বাঁচান।প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিশ্ব উষ্ণায়ন রোধে রবিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল নববারাকপুর চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা।

পুরসভার ১২ নং ওয়ার্ডের বঙ্কিম চ্যাটার্জি রোড, দক্ষিণ মাসুন্দা, স্টেশন রোড দেশবন্ধু রোডে সহ বিস্তীর্ণ এলাকায় টগর করবী জুই সহ বিভিন্ন প্রজাতির ফুলের চারা গাছ রোপন করা হয় এদিন।

টোটো মাইকিং করে পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালনের বার্তা তুলে ধরেন সংগঠনের প্রবীণ সংগঠকরা।সংস্থার অন্যতম বরীষ্ঠ সদস্য প্রদ্যুৎ পাল জানান পরিবেশ সুরক্ষায় পুরসভার ১২ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় উদ্যানে, ক্লাব সংগঠন ও পুকুরের চারিদিকে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়। বেশ কয়েক বছর ধরে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই কর্মসূচি পালন করে চলেছে।

একটাই বার্তা গাছ লাগান পরিবেশ বাঁচান।পরিবেশ বাঁচাতে গাছ লাগানো একান্ত জরুরী। সংগঠনের সদস্যদের আন্তরিকতা বৃক্ষরোপণ কর্মসূচি বেশ ভালো সাড়া ফেলে দেয় এদিন।