অবতক খবর,২৭ এপ্রিল: প্রচণ্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। টানা ৫৭ দিন কলকাতায় বৃষ্টি নেই। এদিকে কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর – রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
দারুণ দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ, স্কুলে এগোল গরমের ছুটি। ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ‘বেশি গরম পড়েছে, সহ্য করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা’। বেসরকারি স্কুলকেও একই কথা জানাতে সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ।
মুখ্যমন্ত্রী বলেন, “এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। লু-টা তারা সহ্য করতে পারছে না। কারণ, গরম খুব পড়েছে। যদি অসুবিধা না থাকে, ২ মে থেকে গরমের ছুটি। বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে।”
এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি পড়লে পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে। এমনই আশা করছেন অভিভাবকরা।