অবতক খবর :: শিলিগুড়ি :: মঙ্গলবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির সময় শিলিগুড়ি শহর লাগোয়া নকশালবাড়ি এবং ফুলবাড়ীতে প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে প্রচুর গাছ এবং বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঝড়ে প্রচুর পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে নকশালবাড়িতে। কি কারনেএত পাখির একসাথে মৃত্যু হল বলতে পারছেন না কেউ,তবে কেউ কেউবলছেন ইলেকট্রিক তারের কারনে অনেক পাখির মৃত্যু হয়েছে। কেউ কেউ বলছেন ওই পাখিগুলি খেতে পারছিলো না অনেক দিন থেকে।অভুক্ত থাকার কারনেই মৃত্যু হয়েছে পাখিগুলির। তবে কি কারনে এত পাখির একসাথে মৃত্যু ঘটল সেটা নিয়ে কথা উঠছে।
জলপাইগুড়ি,ময়নাগুড়ি,ধুপগুড়িতে প্রচুর পাখি প্রতিবছরই এই সময়ে আসে।গতকাল রাত্রে ঝড়ে অনেক পাখিই নিরাপদ ঠিকানা পান নি বলে মনে করছেন অনেকে।