অবতক খবর , সংবাদদাতা, হুগলি :: মহামারি করোনা ভাইরাসের জন্য চলা লকডাউন ও যে আনলক চলছে তাতে পৃথিবীর সব মানুষই সমস্যায় পড়েছেন। এবার প্রতিবন্ধী ও দৃষ্টিহিন মানুষদের পাশে দাঁড়ালো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।এবার তাদের মানবিক মুখ দেখা গেলো এই সময় প্রত্যেকটি মানুষই কম বেশি অসুবিধাই পড়েছেন তার মধ্যে বেশি অসুবিধাই পড়েছেন দৃষ্টি হিন ও প্রতিবন্ধী মানুষ কারন আর পাঁচ টা মানুষের মতো এরা কাজ করতে পারেন না।
কেউ ট্রেনে আবার কেউ বাজার ও বাড়ি বাড়ি গিয়ে গান করে দুটো পয়সা উপার্জন করে তাদের সংসার চালান ।আর এই সময় ট্রেন বন্ধ সহ সবকিছু থমকে যাওয়া তে বেশি অসুবিধাই পড়েছেন সেইসব মানুষগুলি ।এই সংগঠনের ষাট বছর বর্ষপূর্তি উপলক্ষে এবার বিভিন্ন জেলায় গিয়ে পাঁচশো জন প্রতিবন্ধী ও দৃষ্টিহিন মানুষদের পাশে দাঁড়ালো।
আজ একশো জন মানুষের হাতে আর্থিক সাহায্যোর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার তুলে দেওয়া হয়।কেউ এসে আবার এখানে গান শোনালেন। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার সহ স্হানীয় পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ সদ্যোস সদ্যাসারা।