২০ জানুয়ারি’২১ দিল্লিতে কিষান বিদ্রোহের ৫০ তম দিন। এই কনকনে শীতের ঠাণ্ডায় সেখানে সিঙ্ঘু সীমান্তে আন্দোলন করছেন ৮০ বছরের কৃষক যোদ্ধা ছতর সিং। ৫০ দিন পর তাঁর স্ত্রী পঞ্জাবের বরোদা গ্রাম থেকে ছুটে এসেছেন দেখতে তার লড়াকু স্বামী কেমন আছেন।
সর্দার সাফ জানিয়ে দিলেন সহধর্মিণী প্রেমিকাকে, তুমি বাচ্চেকো ঔউর ক্ষেতি খেয়াল রাখনা, হাম জং জিতকরই ওয়াপস আয়েঙ্গে, নেহিতো ইধার শহিদ হো যায়েঙ্গে…

প্রতিবাদ ও প্রেম
তমাল সাহা

তোমরা তো চুম্বন করো গোপনে
জড়াও আলিঙ্গনে।
দেখো, শেখো ভালোবাসা কাকে বলে!
এ বয়সেও প্রেম জিতে নেয় সংগ্রাম–
প্রত্যয় বাড়ে কাছাকাছি এলে।

বলিরেখা দূরে হটে যায়
অর্ধেক আকাশ কাছে ছূটে আসে্
বিদ্রোহ আমার প্রিয়তমের নাম
বিদ্রোহ আমার ভালোবাসার নাম।
সূর্য দেখে প্রকাশ্যে, হেসে ওঠে আকাশে।