অবতক খবর,বাঁকুড়াঃ- জঙ্গল মহলের কর্মপ্রার্থী যুব সম্প্রদায় কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রতিযোগীতা মূলক পরীক্ষায় সাফল্য এনে দিতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ। শুক্রবার রাইপুর থানায় ‘উত্তরণ’ নামে এই প্রকল্পের সূচণা করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গল মহলের সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, রানীবাঁধ বারিকুল থানা এলাকার যুবক যুবতীদের পেশাগত জীবনে সাফল্য আনতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঐ পাঁচ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিজ্ঞ পুলিশ কর্মী-আধিকারিকরা চাকরীর পরীক্ষার প্রশিক্ষণ দেবেন। একই সঙ্গে ফর্মপূরণ, ব্যক্তিত্বের বিকাশ, মানসিক বিকাশের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় বই ও অন্যান্য উপকরণ দিয়ে তাদের সহায়তা করা হবে বলেও জানানো হয়েছে।