নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে সব রাজনীতির মাতব্বরেরাই প্রার্থী হয়ে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যান। প্রতিশ্রুতি আসলে কি?
প্রতিশ্রুতি
তমাল সাহা
প্রতিশ্রুতি শব্দটি মর্যাদা সম্পন্ন।
কারণ শব্দটি রাজনীতির মাতব্বরেরা
বগলদাবা করে ফেলেছেন।
আর এই দেশে রাজনীতির মাতব্বরেরাই
সবচেয়ে সম্মানীয় জন।
ভোটের আগে রাজনীতির মাতব্বরেরা গালভরা প্রতিশ্রুতি দেন।
এতে তাদের কোনো দোষ নেই বা দোষ খোঁজাও উচিত নয়।
প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে প্রতিশ্রুতি পালনের কোনো বিষয়ই নেই।
কারণ শব্দটা প্রতিশ্রুতি।
শুধুমাত্র শোনানোর এবং শোনার ব্যঞ্জনাই এতে রয়েছে।
পন্ডিত মশাই শিখিয়েছিলেন, প্রতিদিন হল নিত্য সমাস।
ব্যাসবাক্য হলো, দিনদিন— প্রতিদিন।
তেমনি প্রতিশ্রুতিও নিত্য সমাস।
এর অর্থ পর পর শ্রুতি। অর্থাৎ প্রতিশ্রুতি।
ব্যকরণবিদরা এর মধ্যে কর্তব্যপালনের অঙ্গীকারের কথা একদমই বলেন নি।
সুতরাং একের পর এক প্রতিশ্রুতি
দেওয়া যেতেই পারে।
আর শ্রবণেন্দ্রিয় আছে বলে আমাদের তা নিরুপায় হলেও শুনে যেতে হবে।
কেউ কথা রাখে নি—
মানে কেউ প্রতিশ্রুতি রাখে নি।
রাখে নি তো রাখে নি!
তাই বলে কোনো অন্যায় অপরাধও করেনি।