অবতক খবর,২৪ জুলাইঃ বর্তমানে চর জাজিরা চরসরাটি হাই স্কুলে যাওয়ার কোন ব্যবস্থা নেই। এই অঞ্চলে যে খাল অবস্থিত,এই খাল দিয়ে কয়েক হাজার মানুষ যাওয়া আসা করেন। এই খাল ২০০৫ সালে চার ফুট লম্বা ছিল। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় দুই ভাটার মালিক মিলে মাটি চুরি করে বিক্রি করে আয় করেছে কয়েক কোটি টাকা। ফলত এখন বর্তমানে খালটি ১৩০ ফুট লম্বা হয়ে গেছে।
যার জেরে চরম সমস্যায় পড়েছে চর জাজিরা স্কুলের ছাত্রছাত্রীরা। তারা স্কুলে যেতে পারছে না। স্থানীয়দের দাবি, এর জন্য দায়ী দুই ইট ভাটার মালিক।
এই দুটি ভাটা সরাটি অঞ্চলে রয়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে না পারার কারণে নদীয়ার কল্যাণী ব্লকে চরসরাটি কেন্দ্রীয় হাই স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পাড়ায় পাড়ায় বিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে।
আর এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।