অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া ::  অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। নবান্নে রেল এবং রাজ্যের উচ্চ পর্যায়ের বৈঠকের পর আগামী বুধবার থেকেই লোকাল ট্রেন শুরু হতে চলেছে এই রাজ্যে। এই খবর চাউর হতেই খুশি হাওড়া স্টেশনের নিত্যযাত্রীরা। তাদের বক্তব্য, এই লোকাল ট্রেন চালু হতে তাদের সুবিধা হবে তাদের যাতায়াতের। গত কয়েক মাস বাসে যাতায়াত করতে গিয়ে তারা কার্যত নাস্তানাবুদ হয়েছেন। করোনা আবহে অনেক সহযাত্রী অফিসে পৌঁছাতে না পেরে চাকরি পর্যন্ত খুইয়েছেন। তাই ফের লোকাল ট্রেন চালুর খবর তাদের কাছে অক্সিজেন নিয়ে এসেছে।

শুধু নিত্যযাত্রীরা নয় এমনকি রিল কর্মীরা পর্যন্ত এই সিদ্ধান্তে খুশি বলে জানাচ্ছেন। তারাও চাইছেন, অর্থনৈতিক কারণে অন্যান্য যাত্রীদের ট্রেনে যাতায়াত করার প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে হাওড়া স্টেশনে অন্যান্য দিনের মতো আরপিএফ ও জিআরপি কর্মীরা নিত্যযাত্রীদের হাওড়া স্টেশনে ঢুকতে বাধা দেয়নি। স্বচ্ছন্দেই আজ তারা ট্রেনে উঠেছেন। তবে সব যাত্রী চাইছেন স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলুক রেল।