অবতক খবর,৯ জানুয়ারি : চলতি বছরে প্রথমবার জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। তার আগে সোমবার কলকাতায় জি-২০ সম্মেলনের আলোচনা সভার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল, ডিজিটাল ফিন্যান্স সিস্টেম। এদিন জি-২০ বিষয়ক বৈঠকের শুরুতেই দেশ-বিদেশের সকলকে বাংলায় আসার আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভারতের সংস্কৃতির কেন্দ্র হল বাংলা। উত্তর-পূর্বাঞ্চলের গেটওয়ে হল বাংলা। এছাড়া ভুটান, নেপাল, চিন, থাইল্যান্ড, মায়ানমারেরও গেটওয়ে হল বাংলা। তাই আমার রাজ্যে আসুন। আমাদের দেশে আসুন।” এ রাজ্যে শিল্প থেকে পর্যটনের ব্যাপক সুযোগ রয়েছে। তাই এ রাজ্যে বিনিয়োগেরও আবেদন জানান মুখ্যমন্ত্রী।
রাজারহাটে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপী জি-২০ সম্মেলনের আলোচনা সভার সূচনা হয় এদিন। দেশ-বিদেশ থেকে বহু বিশিষ্ট ব্যক্তি এই বৈঠকে যোগ দিয়েছেন। সেই মঞ্চেই ঐক্যের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলায় সর্ব ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরাজ্যে হিন্দু, মুসলিম, শিখ, জৈন- সমস্ত জাতি, ধর্ম নির্বিশেষে সকল ছাত্ররা স্কলারশিপ পায়। একইসঙ্গে রাজ্যে কর্মসংস্থান, GDP বেড়েছে দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এমএসএমই ক্ষেত্রে আমাদের রাজ্য দেশে প্রথম। রাজ্যে ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে। ৪ গুণ GDP বেড়েছে।”
প্রসঙ্গত, ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনদিন ধরে কলকাতায় জি-২০ সম্মেলন চলবে। জি-২০’র মূলত দুটি ভাগ। একটি ফিনান্স ট্র্যাক এবং অন্যটি শেরপা ট্র্যাক। ফিনান্স ট্র্যাকের মধ্যে একটি হল জিপিএফআই। সেই জিপিএফআইয়ের বৈঠক শুরু হল কলকাতায়। জি-২০ সদস্যভুক্ত দেশগুলি ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাবার্ড এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতো সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনে যোগ দিয়েছেন।