অবতক খবর,৫ মার্চ,নদীয়া:- প্রত্যাহার করে নেওয়া হল বিজেপি সাংসদের প্রথমে রাজ্য পরবর্তীতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, এই নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। দলের কাছে তিনি রাজ্যের বাইরে থাকার কারণে ওভার টেলিফোনে তিনি জানিয়েছেন, “আমাকে না জানিয়ে নিরাপত্তাবাহিনী তুলে নেওয়া হয়েছে। আমার কোন ক্ষতি হলে তার জন্য কেন্দ্র-রাজ্য দুই সরকারই দায়ী থাকবে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য নদীয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের।
যেখানে বিজেপি বিধায়কদের পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে দলেরই একজন গুরুত্বপূর্ণ সাংসদের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিরোধীদের দাবি দীর্ঘদিন ধরেই বিজেপির মধ্যে বড়োসড়ো গোষ্ঠী কোন্দল চলছে। তার জেরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে কেন্দ্র সরকার। যদিও এ বিষয়ে জগন্নাথ সরকার বলেন, এটা খুবই দুঃখজনক।
আমাকে না জানিয়েই নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে সেই কারণেই পৌর নির্বাচন গুলিতে আমি স্বাভাবিক ভাবে দলের প্রচার কাজ করতে পারিনি। তবে আমার দৃঢ়বিশ্বাস দল এ বিষয়ে চিন্তা-ভাবনা করবে। তিনি বলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকলে শাসক দল যেভাবে ছাপ্পা রেগিং করেছে অনেকটাই আমি রুখে দিতে পারতাম। এর পাশাপাশি বিগত দিনে নিজের ওপর আক্রমণের কথা তুলে এনে তিনি বলেন বারবার আমি এর আগেও আক্রান্ত হয়েছি। মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি আবারো আক্রান্ত হই তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়পক্ষই দায়ী থাকবে। যদিও সে সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ মানুষের বিপুল পরিমাণে আশীর্বাদে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম।