অবতক খবর, সংবাদদাতা , ইসলামপুর,১৪ এপ্রিল ::   চা বাগানে প্রথম দিন কাজ হওয়ার পর দিনই বাগান কর্তৃপক্ষ কাজ বন্ধ করল। সোমবার ২৫ শতাংশ শ্রমিককে নিয়ে কাজ শুরু করে চোপড়ার একটি চা বাগান কর্তৃপক্ষ। তার পর দিনেই বসে থাকতে দেখা গেলো শ্রমিকদের। সিটু শ্রমিক নেতা জব্বার আলী জানান, মোট ২৪০ জন শ্রমিক রয়েছেন।

দ্বিতীয় দিন শ্রমিকরা দিনভর বসে থাকলেও মালিক পক্ষের কোনো কর্মীর খোঁজ নেই। শ্রমিকদের কিছু না জানানোয় তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন।তাদের অভিযোগ, মালিকপক্ষ পাতা তোলার কাজ বন্ধ করে দিয়েছে কোনো নোটিশ ছাড়াই। মালিক পক্ষের তরফে ম্যানেজার সত্য রঞ্জন জানান,প্রথম দিন কারখানা পাতা নিলেও পরে আর তারা রাজি হননি।জেলা শাসকের অনুমতি না পেয়ে উৎপাদন বন্ধ রাখেন।আর তাই কাঁচা চা পাতা আর তোলেননি বাগান কতৃপক্ষ।