নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া মহকুমা এলাকায় এই প্রথম মৃতদেহ বহনের গাড়ি দিলেন রানিবাঁধ এর বিধায়ক জ্যোৎস্না মান্ডি। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল শববাহী গাড়ির। সেই দীর্ঘ দিনের দাবি পুরোন করলেন গতকাল বিকেল চারটে নাগাদ খাতরা ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক এর অফিসে খাতরা থানার ভারপ্রাপ্ত আই সি অভিজিৎ দাসের হাতে রানিবাঁধ এর বিধায়ক জ্যোৎস্না মান্ডি এদিন শববাহী গাড়িটির চাবিকাঠি তুলে দেন।
জ্যোৎস্না মান্ডি বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই শববাহী গাড়িটির সেই কারণেই এই গাড়িটি দিলাম।হাসপাতাল, থানা সকলেই এই শববাহী গাড়িটি সময় মতো ব্যাবহার করতে পারবেন। এবং সকলের সুবিধা হবে বলে মনে করছেন রাণীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি।