অবতক খবর,১১ জানুয়ারি: করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে প্রথম সারির যোদ্ধা হিসেবে তৎপরতার সাথে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পুলিশ। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালানো হয়।
ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ এর নেতৃত্বে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পাশাপাশি বালুরঘাট থানার পুলিশের কর্তাব্যক্তিরা বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে গিয়ে দোকানির সচেতন করেন এবং তাদের জানান যে তারা যেন তাদের দোকানের সামনে ” NO MASK NO ENTRY ” বোর্ড লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন।
পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে বেশ কিছু দরিদ্র সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণমানুষ।