অবতক খবর :: শিলিগুড়ি :: প্রধানমন্ত্রীর আবেদন ধন্ধে শিলিগুড়িবাসী। সন্ধায় মোমবাতি কি জালানো হবে? কি করবে শিলিগুড়িবাসী? এই নিয়ে লকডাউনের বাজারেও তোলপাড় শহর শিলিগুড়ি।
মোমবাতি কিভাবে জালানো হবে কিংবা আদৌ তা জালানো উচিত কি না এটা নিয়েও চিন্তায় শিলিগুড়ির মানুষ। একদিকে প্রধানমন্ত্রীর আবেদন অন্যদিকে বিদ্যুতের সমস্যা সবমিলিয়ে ধন্ধে শিলিগুড়িবাসী।