অবতক খবর,১ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়ে এনআইএ-কে (NIA) ইমেল। সূত্রের খবর, এনআইএ-র মুম্বই শাখায় পাঠানো হুমকি ইমেলে উল্লেখ করা হয়েছে, হামলার জন্য প্রস্তুত ২০ স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স। কোন আইডি থেকে পাঠানো হয়েছে ইমেল, তদন্ত করে দেখছে এনআইএ।

এবিপি নিউজ সূত্রে খবর, এদিন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে এনআইএ-কে পাঠানো ওই ই-মেলে সংশ্লিষ্ট ব্যক্তি উল্লেখ করেছে ষড়যন্ত্র যাতে ফাঁস না হয় সেজন্য আত্মহত্যা করতে যাচ্ছিলেন তিনি। ওই ই-মেলে লেখা হয়েছে ২০ স্লিপার সেল প্রস্তুত রাখা হয়েছে প্রধানমন্ত্রীকে খুনের জন্য। একইসঙ্গে ই-মেল মারফত জানানো হয়েছে ২০ কেজি আরডিএক্স রাখা রয়েছে এই কাজের জন্য।

ই-মেলে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী ছাড়াও আরও অনেকের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত। এবিপি নিউজ সূত্রে খবর ই-মেলে বলা হয়েছে, “আমি কিছু সন্ত্রাসীদের সঙ্গে দেখা করেছি। তারা RDX দিয়ে সাহায্য করবে। আমি খুশি যে আমি খুব সহজেই বোমা পেয়েছি। এখন আমি সর্বত্র বিস্ফোরণ করব। আমি পরিকল্পনা করেছি, ২০টি স্লিপার সেল সক্রিয় করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হবে।

এদিন এনআইএ-এর মুম্বই শাখা এই ই-মেল পেয়েছে। এই ই-মেলটি এনআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলিকে বিভ্রান্তিতে ফেলেছে। কে ই-মেল পাঠাল? কী তার উদ্দেশ্য? আদৌ এই ধরনের পরিকল্পনা আছে না কি বিভ্রান্তি তৈরির চেষ্টা? একাধিক প্রশ্নের খুঁজে বের করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট ব্যক্তির আইপি অ্যাড্রেস চিহ্নিত করছে গোয়েন্দা সংস্থাগুলো।