অবতক খবর: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের ওপরে সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গেল৷ ভোর পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে ড্রোন ওড়ার খবর আসে দিল্লি পুলিশের কাছে৷ প্রধানমন্ত্রীর বাস ভবন চত্বর ‘নো ফ্লাইং জোন’ হিসেবে চিহ্নিত৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ । ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

প্রধানমন্ত্রীর বাস ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ ‘এসপিজি’র  পক্ষ থেকেই দিল্লি পুলিশকে ড্রোন ওড়ার খবর দেওয়া হয়৷ এর  পরেই নরেন্দ্র মোদীর বাসভবনে ছুটে যায় দিল্লি পুলিশ৷দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রীর বাস ভবনের ওপরে নো ফ্লাইং জোনে একটি ড্রোন ওড়ার খবর পাই আমরা৷ এসপিজি ভোর সাড়ে পাঁচটার সময় এই খবর দেয়৷ তদন্ত চলছে৷’

পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রীর বাস ভবনের আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়৷ কিন্তু ড্রোন জাতীয় কিছু পাওয়া যায়নি৷ দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয়৷ কিন্তু তারাও প্রধানমন্ত্রীর বাড়ির কাছাকাছি চত্বরে কোনও উড়ন্ত বস্তু চিহ্নিত করতে পারেনি৷ নয়াদিল্লির ৭ নম্বর লোকমার্গে প্রধানমন্ত্রীর বাস ভবন৷ প্রধানমন্ত্রীর এই বাসভবনের নাম পঞ্চবটী৷ যদিও সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ৷