অবতক খবর :: ইসলামপুর :: সরকারিভাবে ত্রাণের চাল দুঃস্থদের মধ্যে বন্টন না করে তা প্রধানের বাড়িতে মজুদ করে রাখা হয়েছে বলে অভিযোগ তুললেন খোদ উপপ্রধান। এই বিষয়টিকে কেন্দ্র করে ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। যদিও উপ-প্রধানের এহেন অভিযোগকে ভিত্তিহীন বলে নস্যাৎ করে দিয়েছেন প্রধান সহ অন্যান্য সদস্যরা।
প্রধান মমতা সিংহ জানিয়েছেন, সদস্যরা সিদ্ধান্ত নিয়েই প্রধানের বাড়িতে চাল রেখেছে। কারণ পঞ্চায়েতে তেমন জায়গা নেই। তাছাড়া পঞ্চায়েত বন্ধ রয়েছে। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ইসলাম জানান, ইসলামপুর থেকে চাল নিয়ে এলেও তাকে জানায়নি। না জানিয়ে বাড়িতে রেখেছে প্রধান। যদিও সেগুলো পঞ্চায়েতে রাখার কথা। শুধু এটিই নয় তাকে না জানিয়েই পঞ্চায়েতের বিভিন্ন কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি তিনি বিডিওর কাছে জানাবেন।
গ্রাম প্রধান মমতা সিংহ জানান, তার এলাকার ষোল টি গ্রাম সংসদের জন্য ষোল বস্তা অর্থাৎ আট কুইন্টাল চাল বরাদ্দ হয়েছে সরকারিভাবে। প্রত্যেক সদস্যকে জানানো হয়েছিল। এমনকি উপপ্রধানকেও বলা হয়েছিল চাল আনতে যাওয়ার জন্য। তিনি যাননি। যেহেতু পঞ্চায়েত বন্ধ রয়েছে তাই সকল সদস্যদের অনুমতি সাপেক্ষে তিনি তা বাড়িতে রেখেছেন এবং তা ইতিমধ্যে বন্টন শুরু হয়ে গেছে বলে জানান তিনি।
অন্যদিকে পঞ্চায়েতের কালিগঞ্জ গ্রাম সংসদের সদস্য জানান, এসব অভিযোগ মিথ্যা। তবে এই পঞ্চাশ কেজি করে চাল এলাকায় বন্টন করা খুব সমস্যা দায়ক । কারণ চাহিদা কয়েকগুণ বেশি। তাই তারা ব্যক্তিগত উদ্যোগে আরও চাল সংগ্রহ করে তারপর যাতে সকলের মধ্যে বিলি করা যায় সে বিষয়ে চেষ্টা করছেন বলে জানান।