অবতক খবর : প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ নারদ মামলার শুনানি হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ নারদ মামলার শুনানি হবে বলে শুক্রবারের প্রকাশিত কজ লিস্ট থেকে জানা যাচ্ছে। আদালত সূত্র অনুযায়ী প্রধান বিচারপতি রাজেশ এবং বিচারপতি অজিত বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজ এই নারদ মামলার শুনানি করবেন। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ব্যক্তিগত পারিবারিক কারণে কোটি আদালতে আসতে পারেননি তাই মামলার শুনানি আটকে গেছিল গতকাল।
অভিযুক্তদের পক্ষে আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত জানান আজ তাদের মামলার বেল নিয়ে ফয়সালা অবশ্যই হয়ে যাবে কারণ যত দূর পর্যন্ত সওয়াল-জবাব হয়ে গেছে তারপর থেকে শুনানি হলেই আজ সেই মামলার বেল নিয়ে ফাইনাল রেজাল্ট চলে আসতে পারে ।
কিন্তু কোন কারণে আজ যদি শুনানি শেষ না হয় তাহলে এই সপ্তাহে আজ আদালতের শেষ কাজের দিন হওয়ার কারণে আগামী সোমবার পর্যন্ত এদের বেল আটকে যেতে পারে। তাই জেল হেফাজতে থাকা এই চার তৃণমূলী হেভিওয়েট নেতা মন্ত্রীদের ভাগ্যে কি জুটতে চলেছে সে দিকে তাকিয়ে গোটা বাংলা। তাদের বেল হবে নাকি আরো কদিন জেলেই থাকতে হবে সে সব কিছু নির্ভর করবে আজকের শুনানি ও সওয়াল জবাবের উপর।
প্রসঙ্গত গত 17 ই মে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ককে নারদ মামলায় গ্রেফতার করে সিবিআই সেদিন সিবিআইয়ের বিশেষ আদালতে তারা জামিন পান কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং জাবিনের উপরে স্থগিতাদেশ পায় তার ফলে রাজ্যের মন্ত্রী মন্ত্রীদের প্রেসিডেন্সি জেলে যেতে নারদ মামলায় গ্রেফতার করে সিবিআই সেদিন সিবিআইয়ের বিশেষ আদালতে তারা জামিন পান কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং জাবিনের উপরে স্থগিতাদেশ পায় তার ফলে রাজ্যের মন্ত্রী মন্ত্রীদের প্রেসিডেন্সি জেলে যেতে হয়। আপাতত তারা জেল হেফাজতেই রয়েছেন।