জলপাইগুড়ি :: ১১জুলাই ::    প্রবল বৃষ্টিতে করলা নদীর জল বেড়ে গিয়ে প্লাবিত জলপাইগুড়ি শহরের ২৫নং ওয়ার্ডের পরেশমিত্র কলনী, ও ১নং ওয়ার্ডের ইন্দিরাকলনী এলাকা। জলবদ্ধ প্রায় ৩০০পরিবার। ঘরে জল ঢোকায় রাস্তায় আশ্রয় বাসিন্দাদের। প্লাবিত এলাকার মানুষদের জন্য পুরোসভার পক্ষথেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

কিছুদিন থেকে লাগাতা বৃষ্টির করানে ফুসছে করলা নদীর জল। শহরের মাঝখানদিয়ে বয়ে গেছে করলা নদী। নদীর ধারের নিচু এলাকাগুলিতে নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে। নদীর জলে প্লাবিত হয়েছে শহরের পরেশমিত্র কলনী, নেতাজীপাড়া নিচ মাঠ, ইন্দিরাকলনী সহ বিভিন্ন এলাকা। ঘরে জল ঢুকে যাওয়ার ফলে সমস্যায় পরেছেন এই এলাকার বাসিন্দারা।

বাসিন্দাদের দাবি প্রশাসন থেকে তাদের খায়ারের ব্যবস্থা করলে ভালো হয়। পুরোসভার এলাকায় প্রায় ৩০০টি পরিবার তাদের বাড়ি ও এলাকায় জল ঢোকার ফলে সমস্যায় পরেছেন।