অবতক খবর , সুজিত , হুগলি :- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লীতে গিয়ে বিজেপি দলে যোগ দেওয়ার পরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কোন্নগরের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করলো তৃণমূলের নেতা কর্মীরা।
নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগানো থেকে শুরু করে জুতোর মালা পাড়িয়ে দিলো তৃণমূলের নেতা কর্মীরা।এরপর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকায় ওঠে গদ্দার স্লোগান।এরপর বিধায়কের ছবি দেওয়া ফ্লেক্স পুড়িয়ে দেয় তৃণমূলের নেতা কর্মীরা।
এরপর আনন্দ উৎসবে সামিল হন তৃণমূলের নেতা কর্মীরা।বিধায়ক প্রবীর ঘোষাল চলে যাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করলো তৃণমূল।অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার বলেন উত্তরপাড়ার তৃণমূলের গদ্দার দল ছাড়ার ফলে দল শুদ্ধ হলো।উত্তরপাড়ায় আর তৃণমূল দলে দলাদলি থাকবে না।দল খুব ভালো ফল করবে।