প্রবীর দত্ত স্মরণ

পুলিশের লাঠিচার্জ বুটের লাথি তুড়ি মেরে আজও জেগে আছে মাথা উঁচু করে সে এক বীর….প্রবীর

প্রবীর
তমাল সাহা

ব্যর্থ হয়নি তালাশ
শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি
একটি লাশের মতো লাশ
নাট্যপ্রেমীর লাশ
নাটক দেখতে এসে নাটক হয়ে যাওয়া লাশ

দুঃশাসনের চোখের উপর রেখে চোখ, রচোখ
রাঙিয়ে ছিল সে রাষ্ট্রীয় সন্ত্রাসে
দেখি রক্তাক্ত পলাশ হয়ে পড়ে আছে
কার্জন পার্কের ঘাসে
একাকার সবুজ আর লালে মিলেমিশে

পঞ্চাশ বছর পরেও
কী করে এতো তরতাজা থাকে!
রৌদ্র হিরন্ময় দ্যুতি নিয়ে তার বুকে হাসে

কে বলে সময় স্থবির ?
বাতাস ঢেউ তুলতে তুলতে আসে
বলে, ওই তো প্রবীর!