অবতক খবর,২৫ জুলাইঃ মাঠের ধারে একটি নবনির্মিত ভবনের জানালা রাখা নিয়ে প্রমোটারের সঙ্গে গন্ডগোলের জেরে গুলি চলল হাওড়ার জগতবল্লভপুরের পোলগুস্তিয়া এলাকায়।

কয়েকদিন আগে থেকে গন্ডগোল চলছিল। মঙ্গলবার সকাল থেকে নতুন করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এলাকাবাসীদের মধ্যে ভয় দেখাতে আসেন দিলীপ নামে এক প্রমোটার। দুষ্কৃতীরা এলাকায় ঢুকে বোমাবাজি করতে থাকে বলে অভিযোগ।

গ্রামবাসীদের সঙ্গে প্রোমোটারের ঝামেলায় গুলি চলে। এক মহিলার পায়ে গুলি লাগে বলে অভিযোগ। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে বিশাল বাহিনী। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পোলগুষ্টিয়া এলাকায় একটি জমি দখলের অভিযোগ ঘিরে সমস্যার সূত্রপাত। অভিযোগ,দিলীপ চংদার নামে এক প্রোমোটার জোর করে গ্রামের একটি জমি দখল করে আবাসন তৈরি করছিলেন। এই মাঠেই গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা ধুলো করত। সেই জমি দখলের অভিযোগ ওঠে দিলীপ চংদারের বিরুদ্ধে। বেশ কয়েক মাস ধরে এলাকায় উত্তেজনা ছিল।

মঙ্গলবার সকাল থেকে নতুন করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এলাকাবাসীদের মধ্যে ভয় দেখাতে আসেন দিলীপ। দুষ্কৃতীরা এলাকায় ঢুকে বোমাবাজি করতে থাকে বলে অভিযোগ। রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন মহিলা। অভিযোগ, আচমকা গুলি চালনায় এক মহিলা আহত হন। তাঁর পায়ে এসে লাগে গুলি।

স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়়ে তোলেন। তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। গ্রামবাসীদের তরফ থেকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। আপাতত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

যদিও প্রমোটার দিলীপ চাংদারের বক্তব্য, সমস্ত অনুমতি নিয়েই আমি নির্মাণ করছি। আমি বিল্ডিংটা তৈরি করছি। থানাকে জানানো আছে। কিন্তু যুবক সমিতির কিছু ছেলে রয়েছে, যারা চার লক্ষ টাকা চেয়েছিল। আমার জেলা পরিষদ থেকেও অনুমতি নিয়েছি। আসলে মাঠের ওখানে আমাকে জানালা রাখতে দেবে না। তাই নিয়েই বিবাদ। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।