অবতক খবর,৩ ফেব্রুয়ারি: প্রয়াত হলেন হালিশহর পৌরসভার কাউন্সিলর তপন দত্ত(ভাই কাকা)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আজ হঠাৎ করেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।

হালিশহর ৯ নং ওয়ার্ডে পর পর দু’বার তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

গত দু’দিন আগেই অবতক-এর সাংবাদিক রঞ্জন ভরদ্বাজের সঙ্গে ব্যক্তিগত বার্তালাপের সময় তিনি বলেন,”এইবার মনে হচ্ছে আর টিকিট পাবো না।”

এর প্রতুত্তরে রঞ্জন বাবু বলেন,”না না,আপনি টিকিট নিশ্চিত পাবেন।”

তখন তিনি বললেন,”বয়স হয়েছে,আর আগের মতো লড়াই দিতে পারব না।”

কিন্তু কে জানত তিনি এই জগত সংসারের মায়া ত্যাগ করে হঠাৎ করে এইভাবে চলে যাবেন!

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল ও তার সহকর্মীরা।