এ দেশ কি ধর্ষণ উপত্যকায় পরিণত হবে? ধর্ষণ চলতে থাকবে, চিহ্নিত হবে ধর্ষক এবং পুলিশ গুলি করে মারবে। ধর্ষিতাও খুন হয়ে যাবে, ধর্ষকও খুন হয়ে যাবে। এ ঘটনা কি পরিপূরকভাবে চলতেই থাকবে? বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ নামক রাষ্ট্রে এ কি মানা যায়? প্রশ্ন তুলবেন না? নারীর নিরাপত্তা কোথায়? স্বরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর তো চলে আপনার পয়সায়!
প্রশ্ন
তমাল সাহা
নাগরিক শোক-বিষাদে পূর্ণ এই দেশ
পড়ে আছে ধর্ষিতার নিথর লাশ।
পুলিশ বুলেট ছড়িয়েছে গণতান্ত্রিক উল্লাস। পড়ে আছে ধর্ষকের মৃতদেহ, সাবাস!
পুষ্প বৃষ্টি হয় পুলিশের মাথায়।
রাখি বাঁধে নারীরা পুলিশের হাতে।
দৃশ্যটি দেখি আর ভাবি
কী লেখা আছে এই দেশের বরাতে?
আসল প্রশ্ন তোলে না তো কেউ,
পুরুষ কিংবা নারী।
আমরা কি ক্রমাগত হতেছি আনাড়ি?
পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে
নারী নিরাপত্তা কাহার হাতে?
এতো বন্দুক কামান অস্ত্রাগার
সাঁজোয়া বাহিনী সশস্ত্রফৌজ।
কেন ঘটে যায় নারী ধর্ষণ, প্রতিদিন হররোজ।
রাষ্ট্র কেন দিতে পারেনা নিরাপত্তা?
কতদিন চলতে পারে এই ধর্ষণ নারী হত্যা?
তবে কিসের প্রয়োজন,
স্বরাষ্ট্র প্রতিরক্ষার লোকদেখানো আয়োজন!
ভারতীয় জনতার হাতে তৈরি রাজকোষ।
ধর্ষকরা ঘুরে বেড়ায় কেন? রাষ্ট্র নির্দোষ?
রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ কোথায়?
পুলিশিরাজ কায়েম করে রাষ্ট্র,
তোমার চোখ অন্যদিকে ঘোরায়।
রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন তোলে না তো কেউ?
কবে জনজাগরণে স্ফীত হবে
প্রতিরোধের ঢেউ!