অবতক খবর :: নদীয়া :: করোনা পরিস্থিতিতে রথের চাকাও হয়েছে স্তব্ধ। গতকাল বিকালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরের নিয়মের বেড়াজাল এর মধ্যেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পড়েছিল ভক্তবৃন্দ দের মাঝে।
সামনাসামনি না হলেও অন্তত ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাবেন বলে মনে করেছিলেন ভক্তবৃন্দ।
সেই অনুকরণেই নদীয়ার দু’একটি জায়গার মধ্যে শান্তিপুরের হরিপুরে মনসাতলা পাড়া থেকে পুরনো ঘোষপাড়া পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার এর বদলে মাত্র আড়াই হাত রথ টান হলো। মাক্স পরিহিতরা হাত স্যানিটাইজ করে, শারীরিক দূরত্ব বজায় রেখে তবেই পেলেন এই সুযোগ।