অবতক খবর,২৯ জানুয়ারি,গঙ্গাসাগর:- বারে বারে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শিক্ষাঙ্গন। আমফান ও বুলবুল ঝড়ে ভেঙে গিয়েছে ঘরের দেওয়াল, উড়ে গিয়েছে চাল। আজও সেই স্মৃতি দগদগ করছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর বামনখালী মধুসূদন প্যারীমোহন পঞ্চানন বহুমুখী উচ্চ বিদ্যালয়। যেখানে প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত স্কুল পক্ষ। বারে বারে বিভিন্ন শিক্ষা দপ্তরের আবেদন করেও মেরামতি হয়নি স্কুল। এমনই অভিযোগ শিক্ষকের।
এর পাশাপাশি করোনার আবহে দীর্ঘদিন বন্ধ স্কুল । আর স্কুল বন্ধ থাকায় একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল চত্বরে। আবার নতুন করে যদি স্কুল চালু হয় তাহলে সেই অস্বাস্থ্যকর পরিবেশে পঠন-পাঠন করতে হবে ছাত্র-ছাত্রীদের।
তবে স্কুলশিক্ষকের দাবি দ্রুত স্কুল মেরামতে করা হোক।
আবার নতুন করে পঠন-পাঠনের উপযোগী করে তোলা হোক।