অনুপ কুমার মন্ডল :: অবতক খবর :: নদীয়া :: করোনাভাইরাস তারপর আমফান ঝড় এই দুই ভয়াবহ ঘটনার জেরে মানুষ এখন আতঙ্কে। আর সম্প্রীতি এই আমফান ঝড়ের দাপটে প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ যেমন বিপাকে পড়েছে তেমনি প্রকৃতির ভার সাম্য হারিয়েছে । এই গাছ নষ্ট হয়ে যাওয়ায় ফলে রানাঘাট ২ নং অঞ্চলের ঘাঁটিগাছা এলাকার নদীয়া রানাঘাট তৃণমূল কংগ্রেস এর সাংগঠনিক সম্পাদক আনন্দ দে এবং নদীয়া জেলা পরিষদের কর্মদক্ষ বর্ণালী দে উদ্যোগে এবং তাদের সহযোগিতায় হাজার গাছ বৃক্ষরোপণের জন্য সাধারণ মানুষের হাতে তুলে দেন। এদিন আম গাছের চারার সাথে করোনা ভাইরাস প্রতিষেধক হিসাবে (arsenicum album 30) ঔষধ তুলে দিলেন এলাকার মানুষদের হাতে।
এই পরিপ্রেক্ষিতে নদীয়া জেলার পরিষদের কর্মদক্ষ বর্ণালী দে বলেন পরিবেশকে রক্ষা করতেই গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আম গাছ বিতরণ করলাম এবং করোনা প্রতিশোধক হিসাবে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করলাম।