অবতক খবর,১৮ জানুয়ারি,বাঁকুড়াঃ- সম্প্রতি কেন্দ্রীয় পূরাতত্ব বিভাগ বিষ্ণুপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর তীরে এই মন্দির সংস্কারে হাত দিয়েছে। আর এই কাজ দ্রুত শেষ করার আবেদন জানানোর পাশাপাশি মাত্র কয়েক দিন আগেই এই এলাকা পরিদর্শণে যান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মন্দির সংস্কারে কর্মরত শ্রমিকদের ‘টাকার কথা না ভেবে’ দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
আর ঠিক এর পরেই মঙ্গলবার ঐ মন্দির পরিদর্শণে যান বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তিনি তৃণমূল শিবিরেই নাম লিখিয়েছেন। বিধায়ক তন্ময় ঘোষের দাবি, মন্দির সংস্কারের কাজ শুরু হয়েও তা বন্ধ ছিল। আমাদের আন্দোলনের জেরেই ফের তা শুরু হয়েছে।
কেন্দ্রীয় সরকার টালবাহনা করে ফের এই কাজ বন্ধ করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন তিনি। পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রসঙ্গে তিনি বলেন, ওনাকে তো এলাকায় দেখাই যায়নি। দলনেত্রীর নির্দেশে তাঁরাই একমাত্র মানুষের সাথে মানুষের পাশে থাকেন বলে তিনি জানান।