অবতক খবর,৫ জানুয়ারি,কৃষ্ণনগর,নদীয়া: পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহায়তায় কৃষ্ণনগর ১ ও ২ নম্বর ব্লকের উপভোক্তাদের হাঁস মুরগী ছাগল বিতরণ এবং প্রাণী পালনে কিষান ক্রেডিট কার্ড অনুমোদন কর্মসূচী প্রদান করা হলো কৃষ্ণনগর ২ ব্লকে।এদিন কোভিড বিধি মেনে কৃষ্ণনগর ১ এবং ২ নম্বর ব্লকের বিভিন্ন গোষ্ঠী সহ উপভোক্তাদের হাতে হাঁস মুরগী ছাগল ও কিষান ক্রেডিট কার্ড তুলে দিলেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক নদীয়া জেলা পরিষদের কর্মদক্ষ সদস্য প্রমূখ। বিশেষ করে মহিলা গোষ্ঠীগুলোকে স্বাবলম্বী করতে এমন গুচ্ছ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে।