অবতক খবর,৯ অক্টোবরঃ তমলুক শহরে ক্রমশ বাড়ছে ছিনতাই। তমলুকের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিতা পট্টনায়েক(৬৩) সকালে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণ বেরিয়ে তমলুকের ১৩ নম্বর ওয়ার্ডের বর্গভিমা মন্দির সংলগ্ন একটি গলিতে হাঁটার সময় হঠাৎই একটি ছেলে মিতা দেবীর হাতে থাকা ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে।

সেই সময় ডাক্তার পত্নী প্রতিরোধ করার চেষ্টা করে, সেই সময় সজরে ধাক্কা মারে ছিনতাইকারী। রাস্তাতেই লুটিয়ে পড়ে মিতা পট্টনায়েক। ঘটনাস্থলে কিছু ব্যাক্তি ছুটে আসে, তারাই ফোন করে বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির লোক। অ্যাম্বুলেন্সে করে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন মহিলার কোমরের হাড় ভেঙেছে। অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। অভিযোগ জানানো হয়েছে তমলুক থানায়। তদন্তে তমলুক থানার পুলিশ। এর আগেও কয়েকবার ছিনতাই এর ঘটনা ঘটেছে তমলুক শহরে।