অবতক খবর,৪ জানুয়ারি: প্রাথমিক স্কুলে পড়ুয়াদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ,আন্দোলনে জেরে টাকা ফেরতের ঘোষণা।

প্রাথমিক স্কুলের পড়ুয়া দের কার কাছ থেকে নেওয়া হচ্ছে দেড়শ টাকা করে ৷ রশিদ ছাড়া এই টাকা নেওয়া এবং কেন টাকা নেয়া হচ্ছে সেই প্রশ্ন স্কুলের সামনে বিক্ষোভে স্বামীর অভিভাবকেরা।তাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হলেন বিজেপি৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাগদা গ্রাম পঞ্চায়েতের নেতাজী পল্লী এলাকার মামা ভাগিনা আর পি স্কুলে৷ টাকা নেওয়ার বিরুদ্ধে সড়ব হয়েছে তৃণমূলও ৷

বিজেপির অভিযোগ স্কুদেব প্রধান শিক্ষক সুদেব বিশ্বাস প্রত্যন্ত গ্রামের গরিব পড়ুয়াদের কাছ থেকে টাকা নিচ্ছে অনৈতিকভাবে ৷স্থানীয় তৃণমূলের বদান্যতায় এই টাকা নিচ্ছে।

এক শিক্ষকের কথায় প্রধান শিক্ষক জানিয়েছিলেন রেজুলেশন করে টাকা নেয়া হচ্ছে ৷যদিও চাপে পড়ে টাকা ফেরত দেয়ার কথা ঘোষণা প্রধান শিক্ষকের ৷ সহশিক্ষকরা জানান প্রধান শিক্ষক টাকা ফেরত দিতে বলেছে ৷
এ বিষয়ে তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা বলেন আমাদের সরকার ছাত্র-ছাত্রীদের সমস্ত রকম সুযোগ-সুবিধা দিচ্ছে ৷ টাকা নেয়ার বিষয়টি কোনভাবেই বরদাস্ত করে না। আমাদের স্থানীয় মেম্বাররা গিয়ে টাকা ফেরত দেয়ার কথা বলেছে ৷ প্রধান শিক্ষক ফেরত দিচ্ছে ৷