অবতক খবর,৬ জানুয়ারিঃ প্রাপ্য মজুরির দাবিতে বারেবারে বিক্ষোভে সামিল হয়েছেন এই আশা কর্মীরা।
ফের পথে নামলেন আশাকর্মী। নানা দাবিতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বুকে বড় জমায়েত করে আশা কর্মীদের নবগ্রাম উপ-স্বাস্থ্যকেন্দ্র বিক্ষোভ দেখান আশা কর্মী বঞ্চনার অবসান না ঘটলে আরও বড় আন্দোলনে যাবেন তাঁরা।কোভিড সংক্রমণের সময়ে তারাই সামনের সারিতে থেকে কাজ করেছেন। অথচ তাঁদের কোনও স্থায়ী বেতন কাঠামো নেই। তাই তাঁদের দাবি না মানা হলে রাজ্যস্তরে বড় আন্দোলনে যাবেন তাঁরা।আশা কর্মীদের প্রাপ্য মজুরির ৯ মাস পর্যন্ত বাকি পড়ে রয়েছে তাঁদের ইনসেনটিভ।আশাকর্মীদের বেতন সাত-আট-নয় মাস করে বাকি। তারসঙ্গে সুচতুর ভাবে আশাকর্মীদের বেতনকে আটভাগে ভাগ করে তাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। বলে জানাই আশা কর্মীরা।
নবগ্রাম উপাস্য কেন্দ্রের BMOH dr jotinmoy ক্যামেরা মুখোমুখি হয়ে বলেন উনারা যে অভিযোগ করছেন ঠিকঠাক ভাবে পেমেন্টপাচ্ছেন না পেমেন্ট আমাদের যেভাবে ঢুকে আমরা সেভাবেই রেলিজ করি নবগ্রাম গ্রুপ করে আমরা জানিয়ে দেই ওনাকেই স্মার্ট ফোন ব্যবহার করে না তাই তারা ঠিকভাবে বুঝতে পারছেন না আমি তাদের সব কথা শুনলাম এবং আমি আমার হাইঅথরিজি সঙ্গে কথা বলব উনাদের যে বক্তব্য সে বক্তব্য গুলো জানাবো এবং উনাদের তরফ থেকে নিজেও চেষ্টা করব কিভাবে সমাধান করা যায়।