অবতক খবর,২৮ ডিসেম্বর : প্রায় দশ বছর ধরে সমবায় ব্যাঙ্ক আটকে রেখেছে গ্রাহকদের টাকা। সেই অভিযোগ তুলে বুধবার জামনা সমবায় সমিতির ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ওই ব্যাঙ্কের কয়েকশ গ্রাহক। ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে বিক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ মানুষজনের অভিযোগ প্রায় দশ বছর আগে সমবায়ে তাদের ধান বিক্রির টাকা এখনো পাওয়া যাচ্ছে না। প্রায় চার হাজার গ্রাহকের দেড় কোটি টাকার মতো টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন তারা। বারবার এ বিষয়ে নানান জায়গায় জানানো হলেও কোন ব্যবস্থা না হওয়ায় তারা এই বিক্ষোভ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। সমবায়ের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সুমন ঘোষ জানান, গ্রাহকদের অভিযোগ সত্যি। কিন্তু সমবায়েরও কিছু করার নেই। কেননা সমবায় ধান কিনে সেই ধান একটি মিলকে দিয়েছিল। তারপর থেকে গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টে টাকা না ঢোকায় বিষয়টি নিয়ে প্রশাসনের নানা স্তরে জানানো হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে কেস হয়। ২০১৯ সালে হাইকোর্ট গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ফেরানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দেয়। কিন্তু তিন বছর কেটে গেল সেই টাকা এখনো পর্যন্ত গ্রাহকেরা পায়নি।