অবতক খবর,১৭ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি, বাস মালিক ও বাস কর্মচারী সমিতির পরিচালনায় ও এলাকার

গ্রামবাসীদের সহযোগিতায়
মালডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রাঙ্গণে প্রায় ৪০ তম বছরের চার দিনের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার শুভ উদ্বোধন হয়।
পূজার উদ্যোক্তারা অমিয় পাল, কল্যাণ মন্ডল সব্যসাচী দা রা জানান এই পূজা এই বছর ৪০তম বছরে পদার্পণ করল , এই পুজোকে ঘিরে এই এলাকা সহ আশপাশ গ্রামের মানুষজন আনন্দে উৎসাহের সঙ্গে মেতে ওঠে।
এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে পূজা প্রাঙ্গণ সংলগ্ন এলাকায় বসে বিরাট মেলা, চারদিন আলাদা আলাদা ভাবে যাত্রা, অর্কেস্ট্রা সহ বাইরের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

তাই আজ সন্ধ্যায় মালডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রাঙ্গণে পূজা মন্ডপে প্রদীপ জ্বালিয়ে, ও পূজার প্যান্ডেলের ফিরতে কেটে নাচ গান আবৃত্তি ও পূজোর ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে এই পূজার শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি,সঙ্গে ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র , বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক , ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিত পান সহ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত , খাদ্য , জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বিশ্বকর্মা পূজার শুভ উদ্বোধনের মঞ্চ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা এলাকার দুস্থ গরিব অসহায় প্রায় শতাধিক মানুষজনদের হাতে মশারি তুলে দেওয়া হয় বলে জানান পুজো উদ্যোক্তারা।