অবতক খবর,২৮ মার্চ,ইসলামপুর:- প্রায় ৬ লক্ষ টাকার চাষের যন্ত্রপাতি পেয়ে খুশি চা-চাষিরা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ 1 নং গ্রাম পঞ্চায়েতের। ইলোয়াবাড়ী গ্রামের চা চাষিদের চা বাগানের বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য টিবোর্ডের পক্ষ থেকে প্রায় ৬ লক্ষ টাকার যন্ত্রপাতি তুলে দিলেন।

এই দিন জানা যায় ইলোয়াবাড়ী আইডিয়াল small টি ফার্মার্স প্রোডাক্টসার অর্গানাইজেশনে সদস্যদের হাতে তুলে দিলেন এই চা বাগানের যন্ত্রপাতি। ৫০ জন ক্ষুদ্র চা চাষীদের কে নিয়ে এই ইলুয়াবাড়ি টি ফার্মস প্রোডাক্টসার অর্গানাইজেশন নামে একটা দল করা হয়। এই ক্ষুদ্র চা চাষীদের দল যাতে আগামী দিনে আরো ভালোমতো রাসায়নিক মুক্ত চা তৈরি করতে পারে এবং ক্ষুদ্র ক্ষুদ্র চা চাষিরা মিলে চা ফ্যাক্টরি করতে পারে এটাই হল মূল লক্ষ্য বলে বোর্ডের জানান টীবোর্ডের ভারতীয় পরিষদের (NGO) সদস্য পার্থ ভূমিক।