অবতক খবর : হালিশহরে নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে দুষ্কর্ম করল যুবক। ঘটনার বিস্তারিত জানা গেছে, হালিশহর চিত্তরঞ্জন কলোনীর বাসিন্দা ১৫ বছরের ওই নাবালিকা দীর্ঘদিন ধরেই মেলামেশা করছিল হালিশহর নর্থ কলোনীর বাসিন্দা রোহিত পাসোয়ানের সঙ্গে। কিন্তু এখন জানা গেছে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা। ওই নাবালিকার পরিবার রোহিতের পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা বলে। কিন্তু রোহিতের পরিবার সমস্ত দায় অস্বীকার করে। এরপরই ওই নাবালিকার পরিবার পুলিশের দারস্থ হন এবং রোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্ৰেপ্তার করে মূল অভিযুক্ত রোহিতকে।